পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনীতি ভারত-পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে। দেশে রিজার্ভের কোনো সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনো বিষয় না।
আজ রোববার (২৪ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন।
বিএনপির আন্দোলনের বিষয়ে এম এ মান্নান বলেন, নাশকতার কোনো কাজ করলে প্রশাসন দেখবে। কারা মানুষকে উসকানিমূলক কথা বলছে কারা নাশকতার কথা বলছে মানুষ জানে। এ বছর আমাদের জিডিপি ৬ দশমিক ৫ হবে। আইএমএফ, বিশ্ব ব্যাংকের সব শেষ প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।
সুনামগঞ্জে নির্বচন কমিশনের উদ্যোগে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় যোগদানের আগে রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনো সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে যানবাহন চলাচল করছে কোথাও কোনো কাজ আটকে নেই।