1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

রোবটের হাতে মার খেলেন টেসলা কর্মী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

রোবটের হাতে মার খাচ্ছে মানুষ। এমন খবর খুব কমই শোনা যায়। তবে টেক্সাসে অবস্থিত টেসলার কারখানায় ঘটে যাওয়া এক ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে কর্মীদের মধ্যে। ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক টেসলার কারখানায় একটি রোবট খারাপ হয়ে যাওয়ার ফলে আক্রান্ত হন এক ইঞ্জিনিয়ার।
টেক্সাসে অবস্থিত টেসলার অন্যতম বড় গিগা ফ্যাক্টরি। যেখানে মানুষের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যন্ত্রমানব। পণ্য বয়ে আনা থেকে সফটওয়্যার নির্মাণ সব ক্ষেত্রেই পারদর্শী হয়ে উঠেছে তারা, তবে দিন শেষ এগুলোও একটা মেশিন। যা যেকোনো সময় খারাপ হতে পারে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সেইরকম ঘটেছে টেসলার গিগা ফ্যাক্টরিতে। রোবট বিগড়ে যাওয়ায় সেটি ইঞ্জিনিয়ারকে আক্রমণ করে। যার ফলে বেশ আহত হন ওই কর্মী। জানা গিয়েছে, ওই রোবট গাড়ি যন্ত্রাংশে অ্যালমুনিয়াম ডিজাইন করার কাজে নিয়োজিত। দুর্ভাগ্যবশত, ওই রোবট কোনো কারণে ম্যালফাংশন করতে শুরু করে।
বিকল রোবট সারানোর দায়িত্বে থাকা এক ইঞ্জিনিয়ারকে আঁচড় দেয় সে। লোহার নখের আঁচড় মানুষের নখের আঁচড়ের থেকে কতটা ভয়ঙ্কর, তা বলার অপেক্ষা রাখে না। এই আক্রমণে বেশ খানিকটা আহত হয়েছেন তিনি। অন্য এক সহকর্মী দ্রুত ইমার্জেন্সি বাটন চেপে দেওয়ায় রক্ষা পান তিনি। এদিন খবরটি সামনে আসতেই হইচই পড়ে যায় সামাজিকমাধ্যমে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি