সঞ্জয় বড়ুয়া, রাউজান, চট্টগ্রাম।
সারাদেশের ন্যায় রাউজান উপজেলার আবুরখীল অজান্তা সর: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হয়েছে। এই উৎসবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া হয় । প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন । তারি ধারাবাহিকতায় বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে ।
রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নে আবুরখীল অজান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও নতুন বছরের প্রথম দিনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেও মাঝে নতুন বই তুলে দেয়া হয়েছে । সোমবার সকালে বিদ্যালয় হল রুমে বই বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা বড়ুয়া সহকারী শিক্ষক সনদ বড়ুয়া শিক্ষিকা আলপনা বড়ুয়া শিক্ষিকা মরিয়ম বিবি ও সুমি বড়ুয়া।