গাইবান্ধার সাঘাটা উপজেলা হলদিয়া ইউনিয়নের সিপি গাড়ামারা চরে সেনাবাহিনীর নির্মিত আশ্রায়ণ প্রকল্পের গাড়ামারা সিপি-২ ঘরের চাবি সাঘাটা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
নব নির্মিত এ প্রকল্পের ঘরের চাবি রংপুর সেনানিবাসের ৬৬ পদাতি ডিভিশন এর মেজর এস জিসান জাকির সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর এর কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা প্রকল্পাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সাঘাটা থানা পুলিশ পরিদর্শক মশিউর রহমান , গাইবান্ধা জেলাপরিষদ সদস্য হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান, প্রকল্প ঠিকাদার আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আব্দুল জলিল প্রমূখ।
উল্লেখ্য এখানে ৪টি ব্লোকে ১৬ টি ইউনিট বিশিষ্ট এই প্রকল্লের অধিনে ৮০ পরিবার বসবাস করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী এই প্রকল্পের ঘরনির্মাণ কাজ গত বছর ৯ ডিসেম্বর শুরু করে চলতি বছর গত ফেব্রুয়ারী মাসের ১৫ তারিখে কাজ শেষ করে।