গাজায় যুদ্ধের পরবর্তী ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। তবে থেমে নেই হামলা, গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে একই পরিবারের ১২ জনসহ ১২৫ ফিলিস্তিনি।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই ঘোষণা দেন। জানান, উত্তর গাজায় লক্ষ্যভিত্তিক হামলা চালাবে তারা। এর মধ্যে রয়েছে- হামাসের টানেল ধ্বংস, বিমান হামলা ও স্থল অভিযান।
আর দক্ষিণ গাজা- যেখানে বর্তমানে ২৩ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছে সেখানেও হামাস নেতাদের ধরতে ও জিম্মিদের মুক্ত করতে অভিযান চালাবে তারা।
এ ছাড়া গাজায় যুদ্ধ-পরবর্তী সরকার ব্যবস্থা কেমন হবে তার পরিকল্পনাও জানান গ্যালান্ট। চার পয়েন্টের ওই পরিকল্পনায়- হামাস নয় গাজা পরিচালনার দায়িত্ব থাকবে ফিলিস্তিন কর্তৃপক্ষের ওপর, তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে ইসরায়েল।
এদিকে গাজার উত্তর ও দক্ষিণে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলিবাহিনী। তিন মাসে নিহতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৪০০ ছাড়িয়েছে।