1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

গাউছুল আজম মাইজভাণ্ডারীর ১১৮তম বার্ষিক ওরশ উপলক্ষে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প- ৭০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

সঞ্জয় বড়ুয়া
  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

সঞ্জয় বড়ুয়া, রাউজান, (চট্টগ্রাম )প্রতিনিধিঃ

আগামি ১০ মাঘ (২৪ জানুয়ারি) মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর ১১৮তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১২ জানুয়ারি শুক্রবার দিনব‍্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে এবং গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় ও নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র  ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই মেডিকেল ক্যাম্প। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, গাইনী, শিশু রোগ, বাথ-ব্যাথা, অর্থোপেডিক্স, মানসিক স্বাস্থ্য, চর্ম ও চক্ষু বিভাগসহ ৭০০ রোগীকে চিকিৎসাসেবা ও বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. গোলাম মোস্তফা জামাল, ডা. মো. ইয়াছিন, ডা. মু. সৈয়দুল আলম কোরাইশী, ডা. আয়শা সিদ্দিকা, ডা. উম্মুল খায়ের ফেন্সী, ডা. মাহমুদুল ইসলাম মুন্না, ডা. মোহাম্মদ পারভেজ রানা, ডা. আরাফাত সুলতানা, ডা. সাজেদা বেগম, ডা. নাহিদা সেলিম, ডা. মিল্লাত শাহ, ডা. মো. আবদুল ওয়াদুদ, ডা. এস এম রেজাউল করিম, ডা. শুভ চন্দ্র দে, ডা. নাজমুল ইসলাম মোল্লা, ডা. মাইমুনা রশিদ, ডা. উম্মে ফাতিমা সুমাইয়া, ডা. জিসান চৌধুরী রাফী এবং আল নূর কমিউনিটি চক্ষু হাসপাতাল। সকাল ১১টার দিকে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)।

প্রতিবছরের মতো এ বছরও ওরশে বাংলাদেশের বিভিন্ন এলাকা ছাড়াও ভারত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, চায়না, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানসহ নানা দেশ থেকে অসংখ্য ভক্ত-অনুরক্ত অংশ নেবেন। আগামি ২৪ জানুয়ারি রাতে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ১০ দিনব্যাপী ওরশের কার্যক্রম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি