খাদিজা হকঃ
পরকালের জান্নাতের কথা কল্পনা করতে বসলেই আমার গা গুলিয়ে ওঠে। পৃথিবীতে সবচে বেশি ভয় পাই আমি মাতাল আর কামুক পুরুষ দেখে- অখচ জান্নাতটা সেসবেই থাকবে ঠাসা।
উলঙ্গ পুরুষ দেড়হাত দুইহাত লিঙ্গ ঝুলিয়ে যখন মাতলামি করবে আর একবার এই হুর ওই হুরে লাগালাগি করবে, তখন ওই বিশ্রি পরিবেশে আমি নিজেকে কেমন করে মানিয়ে নেব।
আজও কোনও লাল চোখের পুরুষ দেখলে আমি সংকুচিত হয়ে পথের একপাশ দিয়ে চলে যাই।
তারচে ঈশ্বর যদি আমায় এই প্রতিশ্রুতি দিত যে, পৃথিবীতে ভালো কাজের বিনিময়ে আমায় পরকালে ছোট্ট একটা টুনটুনি পাখি বানিয়ে দেবে, আমি গাছের পাতার ফাঁকে নেচে নেচে খেলা করতাম আর গান গাইতাম টুন টুন টুন। পৃথিবীতে সবচে পছন্দের ফল ছিলো আমার সাদা পেয়ারা, যার মাঝখানে লাল। কামড় দিলেই টসটসে রস গড়িয়ে পড়ে। আমি অমন পেয়ারা ছোট ছোট ঠোঁটে দু এক কামড় খেতাম আর লাফিয়ে এ ডাল থেকে ও ডালে চলে যেতাম।