1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

নবনির্বাচিত এম পি কালাম কে ফুলের শুভেচ্ছা জানালেন আব্দুলপুর স্টেশন বাজার বণিক সমিতি

জামিরুল  ইসলাম
  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

জামিরুল  ইসলাম , লালপুরে(  নাটোর)  প্রতিনিধি  :

নাটোর -১ আসনে স্বতন্ত্রপ্রার্থী ঈগল  মার্কা বিজয়ী নবনির্বাচিত বীর মুক্তিযোদ্ধা  এ্যাড. আবুল কালাম আজাদ  এমপি মহোদয় কে ফুলের শুভেচ্ছা জানালেন,  আব্দুলপুর স্টেশন বাজার বণিক  সমিতি ।

আজ শনিবার  ২০ জানুয়ারী  রাত্রি ৮ ঘটিকায় আব্দুলপুর স্টেশন বাজার বণিক  সমিতি সাধারণ সম্পাদক  তোজাম্মেল হক এর সভাপতিত্বে  সাদেকুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি,  বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, ৩ নং চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান ও  চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক  রেজাউল করিম , আব্দুলপুর পুলিশ  তদন্ত কেন্দ্রের ইনচার্জ ধীরেন্দ্রনাথ, মাননীয় সংসদ সদস্য এর সুযোগ্য পুত্র  ইঞ্জিনিয়ার  সাফিনুর রহমান পল্লব,

বাজার বণিক  সমিতি- ২ এর সভাপতি  আব্দুস সামাদ, বাজার বণিক  সমিতি – ১ এর সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক  ইসমাঈল হোসেন, এছাড়াও উভয় বণিক সমিতি সদস্যবৃন্দ  প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আব্দুল স্টেশন বাজার বণিক সমিতি  আধুনিকতার সহ উন্নত বাজার হিসেবে রুপান্তর করা হবে। সব শেষে আল্লাহ তায়ালা কাছে দোয়া করা হয় ও  তাবারোখ  বিতরণ করা হয় ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি