এডিলেড টেস্টে ১০ উইকেটে হারের পর বিধ্বস্ত হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। তবে ব্রিসবেনে ডে-নাইট টেস্টে সফরকারীরা অন্য চেহারায় আবির্ভূত। ব্রিসবেনে ডে-নাইট টেস্টের প্রথম দিন পার করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৬৬/৮।
ব্রিসবেন টেস্টের প্রথম দিন সাড়ে তিনশ উইকেট ক্লাবের সদস্যপদ পেয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। অ্যালেক্সি আথাঞ্জেকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে অস্ট্রেলিযার তৃতীয় পেসার হিসেবে ম্যাকগ্রা, ডেনিস লিলি’র পর সাড়ে তিনশ উইকেট ক্লাবের সদস্যপদ পেয়েছেন মিচেল স্টার্ক।
মিচেল স্টার্কের দিনের (৪/৬৮) শুরুতে ওয়েস্ট ইন্ডিজ পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। এক পর্যায়ে স্কোরশিটে ৬৪ উঠতে হারিয়েছিল তারা ৫ উইকেট। সেখান থেকে ৬ষ্ঠ উইকেট জুটি ১৪৯ রান যোগ করলে বিপর্যয় এড়ায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার মাটিতে ১১টি ডে-নাইট টেস্টে এটাই সবচেয়ে বড় পার্টনারশিপ।
প্রথম সেশনে স্কোরশিটে ৬৭ উঠতে ৫ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশন উইকেটহীন কাটিয়ে ৭৮ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ (১৯৪ বলে ৭১), জসুয়া ডি সিলভা (১৫৭ বলে ৭৯) ফিফটি পেয়েছেন।
এডিলেড টেস্টে অভিষেকে আলো ছড়াতে পারেননি কাভেম হজ। টেস্ট অভিষেকে তার ইনিংস দুটি ছিল ১২ ও ৩। সেই হজ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন। করেছেন ১৯৪ বলে ৭১। যে ইনিংসে ছিল ৮টি চারের পাশে ১টি ছক্কা।
(১ম দিন শেষে)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৬৬/৮ (৮৯.৪ ওভারে)