হায়দারাবাদ টেস্টের দ্বিতীয় দিন নিয়ন্ত্রণ নিয়েছে ভারত।দ্বিতীয় দিনের পুরোটা ব্যাটিংয়ে পার করে ১৭৫ রান লিড নিয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে ভারতের স্কোর ৪২১/৭। জাদেজা ৮১ রানে এবং অক্ষয় প্যাটেল ৩৫ রানে ব্যাটিংয়ে আছেন।
আগের দিনের ১১৯/১ স্কোর নিয়ে এদিন ব্যাট করতে নেমে ভারত যোগ করেছে ৬ উইকেট হারিয়ে ৩০২ রান। দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ১১২ রান যোগ করে লিডের আভাস দিয়েছিল ভারত। তবে এই দিনে ভারতের যইশাল-লোকেশ রাহুল সেঞ্চুরি হাতছাড়া করেছেন।
প্রথম দিন শেষে ৭৬ রানে ব্যাটিংয়ে থাকা যইশাল ৫ রান যোগ করে অকেশনাল স্পিনার রুটের বলে দিয়েছেন রিটার্ন ক্যাচ (৭৪ বলে ৮০)। হার্টলের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে সেঞ্চুরির ১৪ রান দূরে এসে থেমেছেন লোকেশ রাহুল (১২৩বলে ৮ চার, ২ ছক্কায় ৮৬)।
এই দুইজনের হতাশা ভুলিয়ে দিতে দ্বিতীয় দিন শেষে ৮১ রানে ব্যাটিংয়ে আছেন জাদেজা। ২০২২ সালে বার্মিংহ্যাম টেস্টে ১০৪ রানের পর গত ১০ ইনিংসে ৩টি ফিফটির একটিতেও তিন অঙ্কে টেনে নিতে পারেননি জাদেজা। প্রতীক্ষিত ৪র্থ সেঞ্চুরি করতে তাই প্রত্যয়ী এই লেট অর্ডার।
দ্বিতীয় দিনে ভারত ৪টি ৬০’র ঘরে পার্টনারশিপ করেছে। ৪র্থ উইকেট জুটিতে রাহুল-আইয়ার যোগ করেছেন ৬৪, ৫ম জুটিতে জাদেজা-রাহুল ৬৮ রান যোগ করেছেন। ৬ষ্ঠ জুটিতে জাদেজা-শিখর ভারত ৬৮ এবং অবিচ্ছিন্ন ৮ম জুটিতে জাদেজা-অক্ষয় প্যাটেল ৬৩ রান করেছেন ইতোমধ্যে। টেস্ট অভিষেকে বাঁ হাতি স্পিনার হার্টলে (২/১৩১) পেয়েছেন ২উইকেট। অফ স্পিনার জো রুটের শিকারও ২টি (২/২৭)।
(২য় দিন শেষে)
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৪৬/১০ (৬৪.৩ ওভারে)
ভারত ১ম ইনিংস : ৪২১/৭ (১১০.০ ওভারে)