রিয়াজ উদ্দীন মাসুম সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় পরিণত করা এবং ট্রমা সেন্টারের বিকল্প হিসেবে একজন সার্জেন্ট রাখা হবে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ সমান্ত লাল সেন বলেছেন।
গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় স্বাস্হ্যে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যকটি বিভাগ ও রোগীদের ওয়ার্ড পরিদর্শন করে স্হানীয় সাংসদ ও স্বাস্হ্যে কমপ্লেক্স ব্যবস্হাপনা কমিটির সভাপতি আলহাজ্ব এস এম আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ সমান্ত লাল সেন, এ সময় উপস্হিত ছিলেন,স্বাস্হ্যে ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডাঃ এবিএম খুরশিদ আলম, বিভাগীয় পরিচালক ডাঃ মহিউদ্দিন,পরিচালক প্রশাসন ডাঃ সামিউল আলম,উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম,পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউল আলম,স্বাস্হ্যে কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মোঃ নুরুদ্দীন রাশেদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিয়াউল কাদের জিয়া প্রমূখ।
প্রধান অতিথি ডাক্তার সমান্ত লাল সেন বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম স্বাস্হ্যে মন্ত্রী হয়েই প্রথম পরিদর্শনে এসে হাসপাতালের অকাঠামোর পরিস্কার পরিচ্ছন্নতা দেখে খুব ভাল লাগলো।তাই হাসপাতালে রোগীদের সেবা আরো বাড়ানোর জন্য এটিকে ১০০ শয্যার বেডে পরিণত করা হবে।পাশাপাশি রোড এক্সিডেন্টসহ অন্যান্য ভাবে আহত রোগীদের জন্য ট্রমা সেন্টারের বিকল্প হিসেবে একজন সার্জেন্ট রাখা হবে।যাতে রোগীরা এখানেই চিকিৎসা সেবা নিতে পারে।