1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ফরেস্টকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আর্সেনাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। দিনের আরেব ম্যাচে নিউক্যাসলের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার অপরাজিত থাকার ধারা শেষ হয়েছে।
গাব্রিয়েল জেসুস ও বুকায়ো সাকার গোলে সিটি গ্রাউন্ডে আর্সেনালের জয় নিশ্চিত হয়। রোববার এমিরেটস স্টেডিয়ামে টেবিল টপার লিভারপুলকে আতিথ্য দেবার আগে এই জয়টা জরুরী ছিল আর্সেনালের জন্য । ডিসেম্বরের পর এটি আর্সেনালের প্রথম এ্যাওয়ে ম্যাচে জয়। লিভারপুলের থেকে এই মুহূর্তে মিকেল আর্তেতার দল দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।
৬৫ মিনিটে জেসুসের গোলের আগ পর্যন্ত আর্সেনাল পজিশন দখলে হিমশিম খাচ্ছিল। সাবেক আর্সেনাল গোলরক্ষক মার্ক টার্নারকে পরাস্ত করতে শুরু থেকেই সমস্যায় পড়েছিল আর্তেতার শিষ্যরা। জেসুসের ক্রস থেকে মৌসুমের ১০ম গোল করে ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুন করে সাকা।
বদলি খেলোয়াড় টাইয়া আয়োনিয়ি ৮৯ মিনিটে ফরেস্টের হয়ে এক গোল পরিশোধ করেন। কিন্তু সেই গোল শেষ পর্যন্ত সান্তনার গোল হয়েই থেকেছে।
এ পরাজয়ে নটিংহ্যাম ফরেস্ট টেবিলের ১৬তম স্থানে নেমে গেছে। রেলিগেশন জোন থেকে তারা মাত্র দুই পয়েন্ট উপরে রয়েছে। প্রিমিয়ার লিগের আর্থিক আইন ভঙ্গের কারণে তাদের ওপর পয়েন্ট কর্তনের শঙ্কা ঝুলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি