বগুড়ার ধুনট উপজেলা শহরের মুজিব চত্বর এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মুজিব চত্বর ও তার আশপাশের ৪০০ গজ পর্যন্ত এই আদেশ কার্যকর করা হবে বলে ধুনটের ইউএনও সঞ্জয় কুমার মহন্ত এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার ওই এলাকায় সমাবেশ ডেকেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার।
ইউএনও বলেন, ছাত্রলীগের দুই পক্ষের সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
ছাত্রলীগের দুই পক্ষের সমাবেশ ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এটা ককটেল বিস্ফোরণের শব্দ বলে এলাকাবাসীর ধারণা। তবে পুলিশ বলতে পারেনি কিসের শব্দ হয়েছে।
ধুনট থানার এসআই প্রদীপ কুমার বলেন, “মধ্যরাতে কয়েক দফা বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে। তবে কিসের শব্দ তা নিশ্চিত হওয়া যায়নি।”