করোনাভাইরাস মহামারীর মধ্যে এসেছে শবে মেরাজ; এই রাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ওয়াজ, মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
১৪ ফেব্রুয়ারি থেকে রজব মাস শুরু হওয়ায় বৃহস্পতিবার রাতে শবে মেরাজ পালন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মানুসারীরা। এদিন জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মোনাজাত হবে।
সেখানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান। জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুশতাক আহমদ আলোচনায় অংশ নেবেন।
ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মেরাজের রাতে হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন।
সারাবিশ্বের মুসলমানরা এ রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাতটি কাটান তারা ।