সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা:
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে শিম আর শিম শিমের রাজ্য দখলে রয়েছে বেডিবাদ। স্থানীয় কাঁচা বাজারগুলো এখন অনেক টা পরিপাক্ক সবুজ শিম আর বিচির দখলে। কিন্তু শিমের দাম আকাশ সমান। স্থানীয় কাঁচা বাজারগুলোতে প্রতি কেজি ৫০/৬০ টাকা দরে বিক্রি হচ্ছে শিম।এই দিকে কৃষকেরা বলতেছে প্রাকৃতিক দুর্যোগ না হলে এইবারে শিম চাষে প্রচুর লাভবান হবে উপজেলা চাষিরা।তবে লইট্যা শিমের ফলন অনেক টা বেশি হয়ে থাকে।উপজেলায় সর্বাধিক শিম উৎপাদন হয় পৌরসদরস্থ উওরে ছোটদারগারহাট থেকে ফকিরহাট পর্যন্ত।চাষিরা বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ক্ষেতের শিম তুলে বিক্রির জন্য হাট বাজারে নিয়ে আসতেছে।উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায় এবার সীতাকুণ্ডে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। আশা করা হচ্ছে এবার প্রায় ৯০ হাজার টন শিম উৎপাদন হবে।এদিকে স্থানীয় ক্রেতা খাইরুল ইসলাম জানান ব্যাপক শিম উৎপন্ন হলেও শিমের দাম যেনো আকাশ সমান। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। এতে সাধারণ মানুষ শিম কিনতে হিমশিম খাচ্ছেন।এতে ক্রেতারা বলেন যুদি কোনো আইনি পদক্ষেপ না নেই। তাহলে শিম এর দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলে ধারণা করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ জানান এখানের মাটি শিম চাষের জন্য বেশ উপযোগী তবে কৃষকরা জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে শিমের গুণাগুণ কিছুটা হ্রাস পাচ্চে।শিম চাষিদের এই ব্যাপারে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।