1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

রাশিয়ার দখলকৃত শহরে ইউক্রেনের হামলায় নিহত ২৮

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় শহরে হামলা চালিয়েছে কিয়েভের বাহিনী। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার শিকার এই শহরের নাম লিসিচানস্ক।

২০২২ সালের গ্রীষ্মে শহরটি দখলে নেয় রাশিয়া। রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পূর্বাঞ্চলীয় শহর লিসিচানস্কে ইউক্রেনের গোলাবর্ষণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন বলে রাশিয়া শনিবার জানিয়েছে। এই হামলায় কমপক্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং সেখানে উদ্ধার অভিযান চলছে।

রাশিয়া আরও বলেছে, লিসিচানস্ক শহরের একটি বেকারিকে লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালায়। প্রতি সপ্তাহান্তে এই বেকারিতে বহু মানুষ ভিড় করে থাকেন।

এএফপি বলছে, ইউক্রেনের এই আক্রমণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন দেশটির সঙ্গে রাশিয়ার যুদ্ধ প্রায় দুই বছর পূরণ করতে চলেছে। পূর্ব ইউক্রেনের লুগানস্ক অঞ্চলের লিসিচানস্ক শহরে মস্কোর আক্রমণের আগে জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার। ২০২২ সালের গ্রীষ্মে নৃশংস যুদ্ধের পরে শহরটি রাশিয়ান বাহিনীর হাতে চলে যায়।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, লিসিচানস্কে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করেছে। পরে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে বলে জানানো হয়।

হামলার পর এক ভিডিওতে উদ্ধারকারীদের অন্ধকারে কাজ করতে দেখা যায়। মৃতদেহ বের করার পাশাপাশি আহত এক নারীকে জীবিত খুঁজে পান তারা। পরে তারা তাকে ব্যাপক ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে বের করে আনতে স্ট্রেচার ব্যবহার করেন।

মন্ত্রণালয় এর আগে বলেছিল, তারা ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে। রাত পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও সে সময় জানায় তারা।

লুগানস্কের মস্কো-নিযুক্ত গভর্নর লিওনিড পাসেচনিক জানান, লিসিচানস্কে একটি বেকারিকে লক্ষ্য করে এই হামলা করেছে ইউক্রেন। প্রতি সপ্তাহান্তে সেখানে তাজা রুটি পাওয়ার জন্য পরিচিত ছিল বেকারিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি