বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় শাওন আকন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন সোমবার বিকেলে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাওন আকন আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ গৈলা বড়ইতলা এলাকার আলাম আকনের ছেলে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, নির্যাতিত ওই ছাত্রী দক্ষিণ গৈলা বড়ইতলা গ্রামের নানা বাড়ি থেকে পড়াশোনা করতো। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে একা ঘরে পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে শাওন। ধস্তাধস্তিতে ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনায় ওই রাতে ছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ধর্ষণের একটি মামলা দায়ের করেন। একই বছরের ৫ নভেম্বর আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম শাওনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র দেন। পরে ট্রাইব্যুনালে ১৪ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শাওন আকনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। এর আগে জামিন নিয়ে আত্মগোপন করে সে। রায় ঘোষণার সময় তার বিরুদ্ধে সাজা এবং গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।