কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন রাখতে এবং নগরীর জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সিটি কর্পোরেশন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনের বর্জ্য যত্রতত্র অপসারণ করলে গুণতে হবে জরিমানা।
মাসব্যাপী খালের মাটি উত্তোলন কার্যক্রমের উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ- ঘোষণা দেন।
এ-সময় সিটি মেয়র আরো বলেন, জলাবদ্ধতা ঠেকাতে আমরা শুস্ক মৌসুমে খাল-নালা পরিস্কার করছি।
একইভাবে তিনি সিডিএ এর জলাবদ্ধতা নিরসণ প্রকল্পের আওতায় থাকা খালগুলোও বর্ষা মৌসুমের পূর্বে পরিস্কার করার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন ও জলাবদ্ধতার কারণে নগরীতে দ্রুততম সময়ে পানি যাতে নেমে যায় সেই লক্ষ্যে কাজ করছে চসিক।
এ- সময় মেয়র বলেন, কোন পদক্ষেপই সফল হবেনা, যদিনা জনগণ খাল নালায় প্লাস্টিক-পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না করে।
আমরা জনগণকে সচেতন করার লক্ষে লিফলেট বিতরণ করেছি এবং পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রচার করছি। আমরা চাচ্ছি জনগণকে সচেতন করে এতে সম্পৃক্ত করতে। এ-মাস থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলোর ময়লা-আবর্জনা যত্রতত্র অপসারণ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি ও জরিমানা করা হবে।
যারা যত্রতত্র ও খাল-নালায় ময়লা আবর্জনা এবং প্লাস্টিক সামগ্রী ফেললে তাদের চিহ্নিত করতে সিভিল ড্রেসে চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মচারীদের প্রত্যক্ষ নজরদারীর দায়িত্ব দেয়া হয়েছে। আপরাধীদের আইনের আওতায় আনা হবে।