1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

বসুরহাটে ৩০০ পুলিশ মোতায়েন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

নোয়াখালীর কোস্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ও চাপরাশিরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিক মুজাক্কির ও যুবলীগ নেতা আলাউদ্দিন নিহত হওয়ার পর গোটা কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।

বিশেষ করে বসুরহাট পৌরসভা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বাভাবিক কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য করতে না পেরে অসহায় অবস্থায় রয়েছে।

এমতাবস্থায় জেলা পুলিশের পক্ষ থেকে বসুরহাট পৌর এলাকায় সাধারণ মানুষের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন জানান, সাধারণ মানুষের শংকা কাটানোর জন্য ৩০০ পুলিশ ও র‌্যাবের দুইটি দল পৌর এলাকায় টহলে রয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এরআগে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষে উপজেলা প্রশাসন বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এতেও ওই এলাকার মানুষ স্বস্তি বোধ করছে না, এখানো তাদের আতঙ্ক কাটেনি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি