শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এবার মুকুলে মুকুলে ছেয়ে গেছে আমের বাগান। আবহাওয়া অনূকুলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
কৃষি অফিস ও আম চাষী সুত্রে জানা যায়,পাহাড়ী এলাকা হিসেবে ঝিনাইগাতী উপজেলা আম চাষের উপযোগি। উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামের বাড়ীতে ব্যাক্তিগত আমগাছসহ রয়েছে আলাদা আম বাগান। শীতের মাঝা মাঝি সময়ে গাছে-গাছে আমের ব্যাপক মুকুল এসেছে। অনেকেই ইতিমধ্যেই মুকুল ঝড়া রোধ সহ পোঁকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে কীটনাশক স্প্রে করেছেন। নার্সারি থেকে আম চাষীরা দেশী জাতের পাশাপাশি লেংরা,আম্রপালি,রুপালী,হিমসাগর,