লালপুর ( নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের আট্টিকা জামতলা গ্রামের রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বাড়ীর আসবাবপত্র ও অন্যান্য মালামাল সহ বসত বাড়ির ০৬টি ঘর পুড়ে গেছে। কমপক্ষে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান, গৃহকর্তা আজাহার।
দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, “বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাতে হয়। ঘরে থাকা পাটের আগুনে সারা বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে।
এতে মো. আজাহার মোল্লার চার সন্তান মো. সিরাজুল মোল্লা, মো. আসাদুল মোল্লা, মো. আনারুল মোল্লা, মো. জামরুল মোল্লারসহ মোট ০৬টি টিনের দালান ঘর পুরে যায়। স্থানীয়দের সহযোগিতায় ও লালপুর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’’
এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শারমিন আখতার বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালাদেরকে খুব দ্রুত সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।’’