অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। চট্টগ্রাম থেকে দুঃসংবাদটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল দেশের ক্রিকেটাঙ্গনে। যদিও গতকালই কিছুটা স্বস্তির খবর মিলেছিল। সিটি স্ক্যান করার পর জানা যায়, মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে, অভ্যন্তরীণ কোনো চোট নেই।
তবে যেহেতু মাথার চোট, এ ছাড়া পাঁচটার মতো সেলাই লেগেছে। তাই তাকে বিপিএলের বাকি ম্যাচগুলোয় পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই। এরই মধ্যে আজ আরও বড় সুখবর পাওয়া গেল।
হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন ফিজ। কেমন আছেন, হাসপাতাল থেকে কবে ছাড়া পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘আজকে ছাড়া পাবে কি না এটা এখনো জানি না। তবে ডিউটি ডাক্তাররা বলেছে, ও (মোস্তাফিজ) এখন অনেকটা ভালো আছে।’
ছাড়পত্র পেলে দলের সঙ্গে যোগ দেবে নাকি ঢাকায় ফেরত আসবে এমন প্রশ্নে দেবাশীষ বলেন, ‘যদি আজ (সোমবার) ছেড়ে দেয় তাহলে আমার মনে হয় দলের সঙ্গেই চলে যাবে। ছাড়পত্র যদি কনসালট্যান্ট দেয় তাহলে তো হাসপাতালে থাকার দরকার নেই। হাসপাতালে যদি থাকার দরকার না হয়, তাহলে তো ঢাকায় পাঠানোরও দরকার নেই।’