চাঁদপুরের হাজীগঞ্জে ইমন হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার বাকিলা ইউনিয়নে জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্বজন ও এলাকাবাসীর দাবি, শুধু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যদিও পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নয়। বরং একটি অটোরিকশায় ওঠানামার ঘটনায় বাগ্বিতণ্ডা থেকে ইমন খুন হতে পারেন।
নিহত ইমন হোসেন (৩০) বাকিলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোধপাড়া কবিরাজ বাড়ির হারুনুর রশিদের ছেলে।
তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন ও অটোরিকশা চালাতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ।
এ বিষয়ে ইমনের চাচা আবদুল হান্নান বলেন, আমার ছোট ভাইয়ের ছেলে ইমন সন্ধ্যার পর জনতাবাজারে যায়। সেখানে চার-পাঁচটি সিএনজি অটোরিকশায় করে এসে ২০ থেকে ২৫ জন যুবক দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরে আঘাত করে। ইমনের মাথায় কোপ বেশি লাগায় রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অটোরিকশা নিয়ে ইমনের সঙ্গে কথা কাটাকাটির জেরে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা তদন্ত শেষে বলা যাবে।