সাজাদুর রহমান সাজুঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে মাহিব ও নাহিদ নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ দুটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
গতকাল বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত মাহিব ও নাহিদের বাড়ি গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানি পাড়ায়। তারা জেলা শহরের আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
ফুলছড়ি ফায়ার সার্ভিসের সাব-ষ্টেশন অফিসার আব্দুল বারী ঢাকাপ্রকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গাইবান্ধা শহরের আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছয়জন শিক্ষার্থী বালাসি ঘাটে নদীর মাঝামাঝি গোসল করতে যায়।
তিনি আরও বলেন, এসময় চারজন নদী থেকে পাড়ে ফিরলেও দু’জন নিখোঁজ হয়। খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ দুই জনকে উদ্ধারে অভিযান চালায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর নিখোঁজ নাহিদকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর নিখোঁজ তন্ময়ের মরদেহ প্রায় ৪ ঘণ্টা পর নদীর তলদেশ থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।