সাইফুল ইসলাম ‘ রামগড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সারাদেশের ন্যায় নানান কর্মসূচি”র মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উদযাপন করা হয়েছে ‘দিবসটি উপলক্ষ্যে’ উপজেলা পরিষদ’ উপজেলা প্রশাসন ‘রামগড় পৌরসভা ‘ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আওয়ামীলীগ ‘সহ বিভিন্ন বেসরকারি সামাজিক প্রতিষ্টান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়াল প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ।পরে বৃহস্পতিবার সকাল ১০ টায় রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ‘সহকারী কমিশনার( ভূমি) মানস চন্দ্র দাস ‘ থানা অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাস ‘উপজেলা শিক্ষা অফিসার মো.ইলিয়াছ হোসেন ‘ উপজেলা কৃষি অফিসার মো.মিজানুর রহমান রামগড় থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ‘উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন’ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পয়েন্টে অংশগ্রহন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। এছাড়াও আলোচনা সভায় রামগড় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা শিক্ষক -শিক্ষার্থী’ রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।