কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে নগরীর ১৯নং ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থিত জহিরুল আহমেদ ও তুহিন নামের এক ব্যক্তিকে ছাত্রলীগের এক নেতা গুলি করেছেন।
আহত জহির বলেন, ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকলে বাস মার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করে।
আহত জহিরুল ও তুহিনকে স্থানীয়দের সহযোগীতায় কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাহিরে ঘটেছে। আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।
এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।