1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

নারী সুস্থ থাকলে পরিবার ভালো থাকবে: ইজি ডায়েটের সেমিনারে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪

কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম :

ইজি ডায়েট এন্ড স্কিন কেয়ার এর উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা ও পরামর্শমূলক সেমিনার ৮ মার্চ, বিকাল ৫টায় নারী দিবসে ইজি ডাইট এন্ড স্কিন কেয়ার এর সেমিনার কক্ষ, বিটিআই ভবন, জাকির হোসেন রোড চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,  পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পুষ্টিবিদ তাহমিনা আক্তার,  ইজি ডায়েট এন্ড স্কিন কেয়ার সেন্টার এর মেডিকেল অফিসার ডা. আফ্রোদিতি অরোরা, ইজি ডায়েটের সিইও জাহানারা মুন্নী।

অনুষ্ঠানে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা বলেন, নারী সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশ। পরিবার, সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে নারীর অবদান অপরিসীম।  তাই নারীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। নারী সুস্থ থাকলে পরিবার ভালো থাকবে।

অনুষ্ঠানে বক্তারা সুস্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বলেন, আমাদের অসুস্থতা আমাদের খাদ্যভ্যাসের কারণেই হয়ে থাকে তাই সুস্থ থাকার জন্য স্বাস্থ্য সচেতন হতে হবে। তাহলে আমরা সুস্থ থাকতে পারব।

একজন নারী মায়ের মর্যাদায় সম্মানিত।

বর্তমানে দেশের নীতিনির্ধারণীর সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেশের কল্যাণে নারী অবদান রেখে চলে ছে। নারীও এখন সমাজের একজন সফল মানুষ। পুরুষের পাশাপাশি নারীও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।  দক্ষতার পরিচয় দিচ্ছেন নানাভাবে। পুরুষের পাশাপাশি নারীর অবদানের ফলে আজ দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রয়েছে নারীর অবদান।দেশে নারীরা এখন স্বনির্ভর হচ্ছে। পোশাক শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে।  শ্রদ্ধার চোখে দেখতে হবে তাদেরকে। শতভাগ নারী শিক্ষা নিশ্চিত করা গেলে দেশের অগ্রগতি বৃদ্ধি পাবে।

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। বাল্যবিবাহের ফলে নারীর স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা থাকে। তাই নারীর স্বাস্থ্য সুরক্ষায় নারীকেও সচেতন হতে হবে।

ইজি ডায়েট ম্যানেজার সায়ান আল সাকিবের সভাপতিত্বে ও টেলিভিশন উপস্থাপিকা  শারমিন নাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি