দেশের খোলাবাজারে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের দাম কমেছে। সোমবার (১১ মার্চ) প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২১ টাকা ৩০ পয়সায়। এদিন রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসগুলো ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে ডলারপ্রতি দর ছিল ১২১ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে কার্বমার্কেটে মার্কিন মুদ্রাটির মূল্য হ্রাস পেয়েছে ১০ পয়সা। তবু বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দামের চেয়ে তা বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মানিচেঞ্জারগুলো সর্বোচ্চ ১১১ টাকা ১০ পয়সায় ডলার কিনতে পারবে। আর সর্বাধিক ১১২ টাকা ৬০ পয়সায় বিক্রি করতে পারবে তারা।
ক্রেতারা অভিযোগ করেছেন, বাংলাদেশ ব্যাংক ধার্য করা দামের চেয়ে বেশি দরে ডলার বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে এক্সচেঞ্জ মালিকরা দাবি করছেন, তারা বেঁধে দেয়া দরই রাখছেন।
আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ১১০ টাকা। এই রেটের চেয়ে খোলাবাজারে সর্বোচ্চ দেড় টাকা বেশি দাম রাখা যাবে। গ্রাহক আনিসুল হক বলেন, বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা অধিক মুনাফা করছেন। ফলে ন্যায্য দরে ডলার পাওয়া যাচ্ছে না। অবশ্য এখন একটু কমতির দিকে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রয়েছে ঈদুল ফিতর। একে ঘিরে পরিবার-পরিজনদের কাছে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন প্রবাসীরা। তাতে ডলারের সরবরাহ বেড়েছে। তাই ইউএস মুদ্রার দরপতন ঘটেছে।