১০ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তারা। খোঁজ নিতে গেলে বেশ সুখী দম্পতি হিসেবেই তাদের নাম শোনা যেত। নানা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে আসতেন তিনি। পরিচয় করিয়ে দিয়েছেন সিনেমার মানুষদের সঙ্গে। দুটি সন্তানও রয়েছে। বোঝা যেত সংসারের প্রতি বেশ মনোযোগী চিত্রনায়িকা মুনমুন।
কিন্তু সেই সংসার টেকেনি তার। স্বামী মীর মোশাররফ হোসেন রোবেনের নির্যাতন ও স্বার্থপরতার শিকার হয়ে তাকে তালাক দিয়েছেন ‘রানি কেন ডাকাত’খ্যাত এ নায়িকা। গত বছরের কোরবানি ঈদের পরদিন তালাক কার্যকর হয়েছে।
জীবনের সব অতীত ভুলে নতুন করে শুরু করতে চাইছেন মুনমুন। ব্যক্তি জীবন ও অভিনয়ের ক্যারিয়ার; সব।
বেশকিছু সিনেমায় কাজও করছেন এই নায়িকা। সেগুলো তাকে কতটুকু আলোচনায় আনতে পারবে তা যথেষ্টই সন্দেহ রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন জানিয়েছেন, নতুন করে দাম্পত্য জীবন শুরুর ইচ্ছের কথা। তিনি বলেন, ‘ভালো ছেলে খুঁজছি। যার সঙ্গে জীবনটা কাটানো যাবে ভালোবাসা আর নির্ভরতায়। তেমন কাউকে পেলে আবার বিয়ে করে সংসার পাততে চাই।’
মনের মতো গোছানো ভালো পাত্র পেলে চলতি বা আগামী বছরের যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন মুনমুন।
প্রসঙ্গত, ২০০৩ সালে এক লন্ডন প্রবাসীকে প্রথম বিয়ে করেন মুনমুন। ২০০৬ সালে সেই সংসার ভেঙে যায় তার। এই সংসারে মুনমুনের একটি সন্তান রয়েছে।