অ্যাপ গুলো পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে । অ্যাপগুলোতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা ঘটনা প্রবাহের পাশাপাশি তার লেখা বিভিন্ন বইয়ের অডিও সংস্করণ, তাকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব আমার পিতা’ ছাড়াও রয়েছে তাকে নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের উক্তি।
আইসিটি বিভাগের মোবাইল অ্যাপস অ্যান্ড গেমেস প্রকল্পের পরিচালক আনোয়ারুল ইসলাম জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পাবজি’র মতো গেম তৈরি করছে আইসিটি বিভাগের আইসিটি বিভাগের মোবাইল অ্যাপস অ্যান্ড গেমেস প্রকল্প। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে ১০ পর্বে এনিমেশন ফিল্ম তৈরির কাজ শেষ পর্যায়ে।
তিনি জানান, রোববার সকালে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, চলনে-বলনে-মননে বঙ্গবন্ধু ছিলেন চির তারুণ্যের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছিবিটি বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে এই অ্যাপে। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব ডা. বিকর্ণ কুমার ঘোষ।
অ্যাপ উন্নয়নের কারিগরি কাজে নেতৃত্বদানকারী মফিজুর রহমান টিপু ও ইমতিয়াজ হামিদ এসময় আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।