1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

রয়ের পর আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

জেসন রয়ের পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে দাঁড়ালেন হ্যারি ব্রুক। এ ব্যাটারের এবার খেলার কথা ছিল দিল্লী ক্যাপিটালসের হয়ে। নিলামে তার দাম উঠেছিল ৪ কোটি রুপি। এ থেকেই স্পষ্ট, বেশ পরিকল্পনা করেই কেনা হয়েছিল তাকে।
গত মাসে দাদি পলিনকে হারিয়েছেন হ্যারি ব্রুক। পরিবার সে শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। পরিবারের পাশে থাকতে তাই এবার আইপিএলে খেলবেন না ব্রুক।

বিবৃতিতে ব্রুক বলেছেন, ‘আমি নিশ্চিত করছি যে এবারের আইপিএলে না খেলার খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম। আমার মনে হয় না, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ব্যক্তিগত কারণগুলো বলতে হবে। আমি জানি অনেকেই জানতে চাইবে কেন এ সিদ্ধান্ত নিলাম। তাই এটা জানাতে চাই।’

ব্রুক তাঁর বিবৃতিতে এরপর বলেছেন, ‘গত মাসে দাদিকে হারিয়েছি—তিনি ছিলেন আমার কাছে পাহাড়প্রতিম মানুষ এবং শৈশবের একটা বড় অংশ তাঁর বাসায় কাটিয়েছি। জীবন নিয়ে আমার দৃষ্টিভঙ্গি এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা—এগুলো তিনি এবং আমার প্রয়াত দাদা গড়ে দিয়েছেন। ইংল্যান্ডের হয়ে আমার ক্রিকেট খেলাটা তিনি দেখে যেতে পেরেছেন, এটা ভেবে খুব আনন্দ লাগে। আমি গর্বিত যে গত কয়েক বছরে কিছু পুরস্কার জিতেছি, যেগুলো আমার অনুপস্থিতিতে তিনি গ্রহণ করেছেন এবং কাজটা যে তিনি আনন্দের সঙ্গেই করেছেন, সেটাও জানি।’

ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে আরব আমিরাতে ইংল্যান্ডের প্রাক্‌–সফর ক্যাম্পে ছিলেন ব্রুক। কিন্তু সেখান থেকে আর দলের সঙ্গে ভারতে যাননি। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ টেস্টের সিরিজেও খেলেননি ব্রুক।

এ নিয়ে ব্রুক বলেছেন, ‘আবুধাবি থেকে ভারতে উড়াল দেওয়ার আগের রাতে আমি সফরটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ, প্রথমবারের মতো জেনেছিলাম আমার দাদি অসুস্থ এবং বেশি সময় নেই তাঁর হাতে। এখন তিনি চলে গেছেন এবং আমরাও শোকটা কাটিয়ে উঠতে পারিনি, তাই সবার পাশে থাকা প্রয়োজন। গত কয়েক বছরে আমার কাছে নিজের এবং পরিবারের ভালো থাকাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। সত্যি বলতে, আমার কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমার এই সিদ্ধান্তে অনেকে বিস্মিত হলেও এটা জানি নিজের কাছে সিদ্ধান্তটি ঠিক।’

ব্রুকের আগে আরও ২ ইংলিশ ক্রিকেটার আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন, দুজনই কলকাতার। জেসন রয় ছাড়াও এবারের আইপিএলে দল পাওয়া সত্ত্বেও সরে দাঁড়িয়েছেন গুস অ্যাটকিনসন। এ নিয়ে মোট ৩ ইংলিশ ক্রিকেটার এবার আইপিএলকে ‘না’ বললেন।

ব্রুক বিবৃতির শেষে বলেছেন, ‘ইসিবি এবং দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে যে সমর্থন আমি পেয়েছি, সে জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। পরদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দিল্লি।

ইংলিশ ক্রিকেটারদের এভাবে নাম প্রত্যাহারের হিড়িকে বিরক্ত আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। এ বিষয়ে বিসিসিআইয়ে পদক্ষেপ নিতেও বলতে পারে দলগুলো। একটি দলের কর্মকর্তা ভারতের গণমাধ্যমকে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘একবার নিলামে নাম নথিভুক্ত করলে সেই ক্রিকেটারের উচিৎ নিজের দায়বদ্ধতাকে সম্মান করা। নাম তুলে নিয়ে অপেশাদারের মতো কাজ করছে ওরা। বোর্ডের উচিৎ বিষয়টা নিয়ে ভাবা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি