শাহীন আলম বিশেষ সংবাদদাতাঃ ভোলা সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার মান নিয়ে সচেতন মহলে অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে একই উপজেলায় কর্মরত ৩ জন সহকারী শিক্ষা অফিসার ও কতিপয় শিক্ষকের যোগসাজসে দালাল সিন্ডিকেট গড়ে উঠেছে মর্মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর স্থানীয় আফজাল হোসেন নামে একজন লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, ভোলা সদর উপজেলায় ৩ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার একই কর্মস্থলে ৭থেকে ১০ বছর ধরে চাকুরী করছেন। সহকারী শিক্ষা অফিসার শিরিন সুলতানা ৯ জুন ২০১৭, আবু তাহের ১১ জুন ২০১৪, এজাজুল হক ৫ ডিসেম্বর ২০১৭ সাল থেকে এই উপজেলায় কর্মরত রয়েছেন। আফজাল হোসেন উল্লেখ করেন, শিক্ষা অফিসের কর্মকর্তাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে এই দালাল সিন্ডিকেট।অফিসে বিভিন্ন বরাদ্দের বিল উত্তোলন, বদলি, পদোন্নতি, ছুটি অনুমোদনের জন্য হয়রনীর শিকার হচ্ছেন সাধারণ শিক্ষক। ভয়ে কেউ মুখ খুলছেন না। সুষ্ঠু তদন্তকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন এলাকার জনসাধারণ।