1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

নলছিটিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ডেন্টাল কেয়ার মালিককে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

ঝালকাঠির নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের বাজার পরিবীক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নলছিটি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত অভিযানের নেতৃত্বদেন অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।এসময় পৌর শহরের সবুজবাগ এলাকার রঙ্গলাল ডেন্টার কেয়ার ও সার্জিকাল সেন্টারে মেয়াদ উত্তীর্ণ দাঁতের ক্যাপ মজুদ থাকায় প্রতিষ্ঠানটির সত্বাধিকারী রঙ্গলাল রায় কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে পৌর শহরের এক মুদি দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর। এদিকে ভোক্তা অধিকারের অভিযানের খবরে সাময়িক সময়ের জন্য দোকান বন্ধ করে পালিয়েছে শহরের অধিকাংশ অসাধু ব্যবসায়ীরা। অভিযান শেষ হলে এদের পুনরায় দোকান খুলে বেচাকেনা করতে লক্ষ করা গেছে।
এ বিষয় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, ঝালকাঠিতে বাজার মনিটরিং কর্মসুচির আওতায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় এক দন্ত চিকিৎসা কেন্দ্রের মালিক এবং এক মুদি দোকানিকে জরিমানার আওতায় আনা হয়েছে। ভোক্তার অধিকার সংরক্ষণ করতে ভবিষৎতেও অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি