মিজাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মিজাপুর উপজেলায় পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) নামে একটি স্বাস্থ্যসেবা সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে দুই দিন ব্যাপী বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসুচি পালন করা হয় । চোখে কম দেখা রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়।
সোমবার ২৫/০৩/২০২৪ ইং তারিখে সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে বিকাল তিনটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগী দেখা হয়।
এই সময় মিজাপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুস্হ মানুষ অন্তত ৫৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে উপস্থিত হয়।
এদের মধ্যে প্রথম দিনে ৪৭০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা হিসেবে ওষুধ ও পাওয়ার চশমা বিতরন করা হয়।
এসময় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)এর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সোহেল রানা, মিজাপুর উপজেলা শাখা ব্যবস্থাপক আব্দুল রহিম । জোনাল হিসাব রক্ষক গাজী মোঃ গোলাম হোসেন মিজাপুর উপজেলা শাখা হিসাব রক্ষক জেসমিন আক্তার পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)এর উদ্দেশ্য এবং প্রতিষ্ঠানের অঙ্গীকার, দেশের অসহায় ও দুস্হ মানুষকে বিনামুল্যে স্বাস্থসেবা ও ওষুধ বিতরণ করে দেশের বিভিন্ন জায়গায় ক্যাম্পিং এর মাধ্যমে অসহায় দুস্হ মানুষকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা।
প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সোহেল রানা বলেন, পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) এর উদ্যোগে আমরা এই মিজাপুর উপজেলায় প্রথম দিনে ৪৭০ জন অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ওষুধ ও পাওয়ার চশমা দিয়েছি।
আমাদের এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি চলমান থাকবে। পল্লী মঙ্গল স্বাস্থ্যসেবা কর্মসুচীর সংগঠনের মাধ্যমে টাঙ্গাইলের মিজাপুর উপজেলায় আরো অসহায় দুস্হ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিবেন বলে তিনি জানান।
তিনি আরো জানান, যে দেশের শত শত অসহায় দুস্হ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ আমাদের স্বাস্থ্যসেবা সংগঠনের উদ্যোগে কার্যক্রম সারা দেশে চলমান আছে। ভবিষ্যতেও বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম ও ওষুধ সরবরাহ চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন মিজাপুর উপজেলার পল্লী মঙ্গল কর্মসুচীর শাখার কর্মকর্তা বৃন্দ প্রমুখ।