1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

জনতা ব্যাংক পিএলসি’র উদ্যোগে নাটোরে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

নাটোর প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে নাটোরে জনতা ব্যাংক পিএলসি’র উদ্যোগে সাড়ে চারশ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার(খাদ্য সামগ্রী) প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে শহরের বড় হরিশপুর এলাকায় এই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক পিএলসি পরিচালনা পরিষদের পরিচালক  অজিত কুমার পাল, এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, জনতা ব্যাংক নাটোরের এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক সফিকুর রহমান, সহকারী ব্যবস্থাপক আব্দুল হালিম ও সহকারি ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলার চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী রিয়াজুল ইসলাম মাসুম।

অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন জনতা ব্যাংক পিএলসি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক অরুণ প্রকাশ বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংক পিএলসি পরিচালনা পরিষদের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ বলেন, বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল, বর্তমান জনকল্যাণমুখী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত সমস্যার মাঝেও দক্ষতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জনতা ব্যাংক পিএলসি নাটোরের এই উদ্যোগ ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে বলে আমরা বিশ্বাস করি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি