মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক প্রাপ্ত সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির মা নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।
প্রধানমন্ত্রী নাজমা রহিমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার বিকাল ৩ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন মা নাজমা রহিম (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপির সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক, জেএটিভির চেয়ারম্যান এম.জি. কিবরিয়া চৌধুরী। শোক বার্তায় কিবরিয়া চৌধুরী মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।