গণতন্ত্র রক্ষায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষকে নতুন করে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ‘শহীদ জিহাদ দিবস’ এর বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়। এর মানে হলো মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা’। ‌’গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচন আয়োজনেরও আহ্বান জানান তিনি।

‘শহীদ জিহাদ দিবস’ পালিত হয় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ছাত্রদলকর্মী নাজির উদ্দিন আহমেদ জিহাদের স্মরণে। ১৯৯০ সালের ১০ অক্টোবর ঢাকায় তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি।

‘শহীদ জেহাদ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অবিস্মরণীয় নাম’ মন্তব্য করে তারেক রহমান বলেন, রক্তমাখা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। আন্দোলনে গিয়ে পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন জেহাদ। শাহাদাত বরণ করেন আন্দোলনের এই অকুতোভয় সৈনিক। তিনিসহ ছাত্রনেতাদের রক্তস্রোতের ধারা বেয়েই সে বছরের গণঅভ্যূত্থানে পতন হয় স্বৈরশাসক এরশাদের’।

বিবৃতিতে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তার রুহের মাগফিরাত কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, ‌’তার আত্মত্যাগের চেতনা থেকেই দেশের মানুষকে নতুন করে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর সব ষড়যন্ত্র মোকাবিলা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়ও আমাদের হৃদয়ে জিহাদের আদর্শকে ধারণ করতে হবে’।

স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিলেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা ও দৃঢ় ভিত্তিতে দাঁড় করানোর দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে।

এদিকে শহীদ জেহাদ দিবসের বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসেনানী শহীদ জেহাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা ও তার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি’।

মির্জা ফখরুল বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় নাম।

তিনি বলেন, শহীদ জেহাদ নিজেকে উৎসর্গ করেছেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে। তার এই মহিমান্বিত আত্মদানেই স্বৈরশাহী এরশাদের পতন হয়। শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা। নব্বইয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে তার অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি’।

বিএনপির মহাসচিব বলেন, ‌’যে স্বপ্ন ও আশা নিয়ে জেহাদ সেদিন স্বৈরাচারীর বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য। আর তাতেই শহীদ জেহাদের আত্মা শান্তি পাবে’।

Add Comment

Click here to post a comment

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১