জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর ১৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’। এতে স্বাক্ষর করবেন অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নেবেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা।

সকালে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে বৈঠকে সনদ স্বাক্ষরের তারিখ চূড়ান্ত করা হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে পাওয়া মতামত বিশ্লেষণ করা হয়।

বৈঠকে আশা প্রকাশ করা হয় যে, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর পরামর্শ বিশ্লেষণ করে খুব শিগগিরই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত করা জুলাই সনদ সরকারের কাছে জমা দেয়া হবে।

বৈঠকে ছিলেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

Add Comment

Click here to post a comment

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১