বিশেষ অভিযানে রাজধানীতে আরও ৩০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে জব্দ হয়েছে ৬৪০ পিস ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, ৭৫ গ্রাম গাঁজাসহ অবৈধ মাদকদ্রব্য বিক্রির নগদ দুই লাখ ৯২ হাজার ৯৯০ টাকা।

গ্রেপ্তার হওয়া নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ নানা অপরাধে জড়িত অপরাধীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল পর্যন্ত গত দুদিনে নিউমার্কেট থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলো, মো. সজল মিয়া (৪২), মো. বজলু (৩৯), ইউসুফ (৩৯), মো. জহির (৪০), মো. মনির হোসেন (৩৮), মো. ইউসুফ (৩৯) , মো. হবিবুর রহমান (৪০), আশরাফুল ইসলাম (১৯) ও মো. সাহাবুদ্দিন (৪০)।

অন্যদিকে পল্লবী থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলো, মো. মহিউদ্দিন (২২), মো. আরমান (৩০), মো. শাকিল (২০), মো. সুজন (২৫), মো. নাহিদ হাসান (২৪), মো. কাওসার (১৮), মো. জাহিদ (২২), মো. রিয়াজ (১৯), মো. আব্দুল করিম (২০), স্বপন হোসেন (৩৫), মো. নবাব (২২), মো. সোহেল (২০), মো. রফিক (২৩), মো. কবির আহমেদ (২০), মো. আরিফ (২১), মো. খাইরুল ইসলাম (২০), বিশাদ হাসান (২৩), মো. শাকিল, মো. সোহান আহম্মেদ (২২), মো. তুষার খাঁন (২৫) ও মো. হাফিজুল ইসলাম (২২)।

গ্রেপ্তারকৃতদের সবার বিরুদ্ধে মাদকবিরোধীসহ বিভিন্ন আইনে আগে থেকেই এক বা একাধিক মামলা রয়েছে বলে জানায় নিউমার্কেট ও পল্লবী থানা পুলিশ।

Add Comment

Click here to post a comment

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১