মিরপুরে আগুনে নিহতদের পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেবে বিএনপি ও জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনে নিহতদের প্রতিটি পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ১১টি ইউনিট যোগ দেয়। রাত পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। কিন্তু কারণ অনুসন্ধান ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন।’

রিজভী আরও বলেন, ‘একটি আবাসিক এলাকার মধ্যে কীভাবে এমন কারখানা স্থাপন করা হলো, সেটি প্রশ্নের বিষয়। এখানে স্পষ্ট অবহেলা রয়েছে।’

অন্যদিকে, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনিও নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এরা পরিশ্রমী মানুষ, জীবিকার তাগিদে কাজ করতে এসে প্রাণ হারিয়েছেন। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।’ তিনি স্থানীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন এবং সরকার ও মানবিক সংস্থাগুলোকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে শোকবার্তায় আগুনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন জামায়াতের আমির। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

—জা.অর্থনীতি/আরএস/ এআর

 

 

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১