লেভারকুসেনের বিপক্ষে পিএসজির গোল উৎসব

ক্রীড়া ডেস্ক:  চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নদের জয়রথ যেন থামতেই চাইছে না। টুর্নামেন্টে টানা তিন জয়ের দেখো পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গ্রুপ পর্বে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে হারিয়ে পয়েন্ট টেবিরের শীর্ষস্থানটা আরও মজবুত করল ফরাসি ক্লাবটি। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঘরের মাঠে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে রেভাকুসেন।

এদিন ম্যাচের প্রথমার্ধেই নাটকীয়তা, উত্তেজনা আর গোল সবই দেখা গেছে। প্রথমার্ধেই দুই দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, আর সেই সুযোগের পুরোটা কাজে লাগিয়ে গোল উৎসব শুরু করে পিএসজি।

ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই নুনো মেন্দেসের পাসে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নেন উইলিয়ান পাচো। এরপর ম্যাচের ৩৩ মিনিটে রবার্ট আনড্রিখ ও ৩৭ মিনিটে ইলিয়া জাবারনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুদলই পরিণত হয় ১০ জনের দলে। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লেভারকুসেনকে সমতায় ফেরান অ্যালেক্স গার্সিয়া।

কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। বিরতির আগেই একের পর এক গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ফরাসি জায়ান্টরা। ৪১ মিনিটে ব্যবধান ২-১ করেন দেজিরে দুয়ে। এরপর মাত্র ৮ মিনিটের মধ্যে তিন গোল করে পিএসজি। ৪৪ মিনিটে খিচা কাভারাস্কেইয়া ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুয়ের দ্বিতীয় গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতির যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধেও ছিল গোলের বন্যা। ৫০ মিনিটে ব্যবধান ৫-১ করেন মেন্দেস। এরপর ৫৪ মিনিটে লেভারকুসেনের হয়ে ব্যবধান কমান গার্সিয়া। ৬৬ মিনিটে বদলি নামা ব্যালন ডি’র জয়ী দেম্বেলে স্কোরশিটে নাম লেখান। শেষ মুহূর্তে ভিতিনিয়া দলের সপ্তম গোল করেন।

এতেই ৭-২ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ফরাসি ক্লাবটি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে যথাক্রমে ইন্টার মিলান ও আর্সেনাল।

—জা.অর্থনীতি/আরএস

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১