ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের আগে নিজেদের প্রস্তুতির পরীক্ষা দিতে যাচ্ছে শক্তিশালী থাইল্যান্ডের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ব্যাংককে শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের মুখোমুখি হয়েছিল থাইল্যান্ডের সঙ্গে। এক যুগ আগে এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে বাংলাদেশের ৯-০ গোল ব্যবধানে হারের কষ্ট এখনো মধুর স্মৃতিতে রয়ে গেছে। তবে এবারের দল আত্মবিশ্বাসী, কারণ চট্টগ্রামে মেয়েরা হয়েছে কঠোর অনুশীলনে।
দুই ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে মুখোমুখি হওয়ার মাধ্যমে কোচ পিটার বাটলার চেক করবেন, দলের প্রস্তুতি কেমন। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৪, অন্যদিকে থাইল্যান্ড ৫৩ নম্বরে। থাইল্যান্ডের একবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা এবং এশিয়ান কাপ জয় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
দলের গোলরক্ষক কোচ জানিয়েছেন, আমরা চেষ্টা করছি, আমাদের দুর্বল দিক এবং প্রতিপক্ষের শক্তিশালী দিকগুলো নিয়ে কাজ করছি। কোচ পিটার বাটলার যেভাবে নির্দেশনা দিচ্ছেন, মেয়েরা তার চেষ্টা করছে। আমরা টেকনিক্যাল ও ট্যাকটিকেল দিকগুলোতে মেয়েদের সঠিক দিকনির্দেশনা দিচ্ছি।
বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ এশিয়ান কাপের জন্য চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। থাইল্যান্ডের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ দলের জন্য ফলপ্রসূ হবে বলে মনে করছে ম্যানেজমেন্ট।
—জা.অর্থনীতি/আরএস




 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
			 
			 
			 
			 
			
Add Comment