ফুটবলে বাংলাদেশের চেয়ে অনেকটা শক্তিশালী থাইল্যান্ড। তাদের বিপক্ষে লড়াই করার বার্তা দিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা।
কিন্তু, কথা মতো লড়াই করতে পারলেন না শামসুন্নাহাররা।
স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছে ৩-০ গোলে।
ব্যাংককের থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ নারী ফুটবল দল।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার আশা নিয়ে নামলেও হজম করেছে উল্টো ২ গোল।
জা.অর্থনীতি/এআই




 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
			 
			 
			 
			 
			
Add Comment