টি–টোয়েন্টিতে দলে ফিরলেন লিটন-ইমন, বাদ সৌম্য সরকার

আফগানিস্তান সিরিজে হঠাৎ ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ভিসাজটের কারণে মাঠে নামা হয়নি তার। শেষ পর্যন্ত কোনো ম্যাচ না খেলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি এই ওপেনার।

শুক্রবার (২৪ অক্টোবর) ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন। ইনজুরি কাটিয়ে দুজনই আবারও জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

সৌম্যের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে সমর্থকদের মধ্যে। তবে নির্বাচক কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স ও ধারাবাহিকতাকে। তাঁর ভাষায়, “আমরা এবার টপ অর্ডারে যারা নিয়মিত খেলছে, তাদেরই রেখেছি। তাই সৌম্যকে নেওয়া হয়নি।”

অর্থাৎ অভিজ্ঞতার চেয়ে এবারও অগ্রাধিকার পেয়েছেন তরুণরা। সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিকভাবে ভালো করা সাইফ হাসান রয়েছেন দলে। যদিও পারভেজ ইমন সাম্প্রতিক সময়ে বড় রান করতে না পারলেও, তাঁকে রাখা হয়েছে ‘ধারাবাহিকতার অংশ’ হিসেবে।

দল সূত্রে জানা গেছে, আসন্ন সিরিজকে নতুন ব্যাটিং কম্বিনেশন পরীক্ষা করার সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। তরুণ ও সিনিয়রদের মেলবন্ধন এবং স্পিননির্ভর কৌশলকেই ঘরের মাঠে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চট্টগ্রামে আগামী ২৭ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি–টোয়েন্টি ম্যাচ। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৩১ অক্টোবর, একই ভেন্যুতে।

বাংলাদেশ দল (১ম ও ২য় টি–টোয়েন্টি বনাম ওয়েস্ট ইন্ডিজ):

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Add Comment

Click here to post a comment

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১