নারী বিশ্বকাপ সেমিফাইনালের সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ক্রীড়া ডেস্ক: চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ চার দল আগেই চূড়ান্ত হয়েছিল। অপেক্ষা ছিল পয়েন্ট টেবিলে কে কততম অবস্থানে থাকে, সেই ভিত্তিতে সূচি প্রস্তুতের। আজ (রোববার) বিশ্বকাপের লিগপর্বে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এসব ম্যাচে ফলাফল যাই আসুক, প্রথম ও চতুর্থ দলের অবস্থানে কোনো পরিবর্তন হবে না। যথারীতি সেমিফাইনালে উঠেছে সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাকি তিন দল– দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত।

লিগপর্ব থেকে সবার আগে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ। এরপর একে একে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। অবশ্য এবার কেবল মাঠের খেলাই পয়েন্ট টেবিলের অবস্থান নির্ধারণ করেনি। কারণ বৃষ্টির কবলে পরিত্যক্ত হয়েছে পাঁচটি ম্যাচ। পাকিস্তান ও শ্রীলঙ্কার ৩টি করে, নিউজিল্যান্ডের দুটি এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের একটি করে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। প্রতিটি ম্যাচই ছিল শ্রীলঙ্কার মাটিতে।

৭ ম্যাচে ৬ জয় এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ১৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অজি মেয়েরা। তাদের সমান পয়েন্ট কিংবা টপকানোর সুযোগ নেই কারও সামনে। ৫ জয় ও ২টি হার নিয়ে ১০ পয়েন্ট নিয়ে এরপরই অবস্থান প্রোটিয়াদের। তিন ও চারে থাকা ইংল্যান্ড-ভারতের একটি ম্যাচ বাকি, তাদের হার-জিত হলে অবস্থানে পরিবর্তন হবে। ইংলিশরা ৪ জয় ও একটি করে হার-পরিত্যক্তের পর ৯ পয়েন্ট এবং ভারত ৩টি করে জয় ও হার নিয়ে ৬ পয়েন্ট পেয়ে চতুর্থ। লিগপর্বের শেষ ম্যাচে জিতলে ইংল্যান্ড ১১ পয়েন্ট নিয়ে দুই এবং প্রোটিয়ারা তিনে নেমে যাবে।

চলমান বিশ্বকাপের শীর্ষ চার দল যেন ২০১৭ আসরের পুনরাবৃত্তি। সেখানেও এই চারদলই সেমিফাইনাল খেলেছিল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ২৯ অক্টোবর প্রথম সেমিতে লড়বে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা। পরদিন (৩০ অক্টোবর) দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ভারতের লড়াই, ম্যাচটি হবে নাভি মুম্বাইয়ে। সেমিফাইনালে বিজয়ী দুই দল ২ নভেম্বর নাভি মুম্বাইয়ে শিরোপানির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

সেমিফাইনাল ও ফাইনাল তিন ম্যাচের জন্যই একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। নির্ধারিত সময়ে খেলার ফল না এলে পরদিন ফের উভয়ে মুখোমুখি হবে। তবে সেমিফাইনালে কোনো কারণে ফলাফল না এলে লিগপর্বের পয়েন্ট টেবিলে অবস্থানের ভিত্তিতে শীর্ষ দল উঠবে ফাইনালে। ফাইনালও একইভাবে যদি ফল আসার মতো পরিস্থিতি না থাকে, তখন উভয় দল শিরোপা ভাগাভাগি করবে।

—জা.অর্থনীতি/আরএস

 

Add Comment

Click here to post a comment

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১