স্পোর্টস ডেস্ক: শেষ ওভারে দরকার ছিল ২১ রান। কিন্তু স্পিনার আকিল হোসেনের কাছ থেকে একটি বাউন্ডারিও বের করতে পারেনি বাংলাদেশ। উল্টো তৃতীয় বলে রিশাদ আর ষষ্ঠ বলে নাসুম আউট হয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের ১৪৯ রানের জবাবে বাংলাদেশ ২০ ওভারে আটকেছে আট উইকেটে ১৩৫ রানে। বুধবারের (২৯ অক্টোবর) চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে এভাবেই হার এসেছে ১৪ রানে।
টসের সময় লিটন বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজকে ১৮০ রানের আশপাশে আটকে রাখলে তাড়া করার ভালো সুযোগ থাকবে। বোলাররা ক্যারিবীয়দের দেড় শর মধ্যে আটকে দিয়ে ব্যাটসম্যানদের কাজটা আরও সহজ করে তুলেছিলেন। এমনকি ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররাও বাংলাদেশকে ‘সহায়তা’র হাত বাড়িয়েছিলেন। তারা ক্যাচ মিস করেছেন চারটি। তবে সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি সাইফ, লিটন, হৃদয় ও তানজিদ। এর মধ্যে ৪৪ রানে জীবন পেয়ে ৬১ রান পর্যন্ত যেতে পারা তানজিদই দলের পক্ষে সর্বোচ্চ রানের মালিক। দ্বিতীয় সর্বোচ্চ লিটনের ২৩ রান।
অন্যদিকে ১৫০ রান তাড়ায় শুরুতেই ব্যর্থ হন সাইফ হাসান। ১১ বল খেলে মাত্র ৫ রান করে ফেরেন তিনি। লিটন দাস ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ১৭ বলে ২৩ রান করে বোল্ড হন তিনি। তাওহিদ হৃদয়ও থামেন ১৪ বলে ১২ রানে।
এক প্রান্তে লড়াই চালিয়ে যান তানজিদ হাসান তামিম। ৩৮ বলে ফিফটি ছুঁয়ে ৪৮ বলে ৬১ রান করে ফেরেন তিনি। ১৮ বলে ১৭ করেন জাকের আলী। শেষ দিকে শামীম, রিশাদ, তানজিমরা আর দলের হাল ধরতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড ও আকিল হোসেন নেন ৩টি করে উইকেট।
১৬ ওভার শেষেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল ভালোমতোই। ২৪ বলে দরকার ছিল ৪২ রান, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু শেষ চার ওভারের মধ্যে সর্বোচ্চ রান ৯ (১৭তম ওভারে)। শেষ তিন ওভারে এসেছে যথাক্রমে ৭, ৫ ও ৬ রান। ম্যাচটা বাংলাদেশ হেরেছে এখানেই।
এর আগে প্রথমে ব্যাট করে নয় উইকেটে ১৪৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা একসময় ছিল দুর্দান্ত অবস্থানে—১১ ওভার শেষে স্কোরবোর্ডে ১ উইকেটে ১০৬ রান। কিন্তু রিশাদ হোসেন ও নাসুম আহমেদের ঘূর্ণিতে ছন্দ হারায় অতিথিরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। অলিক আথানাজে করেন ৩৩ বলে ৫২, শাই হোপ ৩৬ বলে ৫৫ রান। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান নেন ৩টি, আর রিশাদ হোসেন ও নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট।
বোলারদের এই দুর্দান্ত লড়াইয়েও ব্যাটারদের ব্যর্থতায় হার এড়াতে পারলো না বাংলাদেশ। ১৫০ রানের সহজ লক্ষ্যও স্পর্শ করতে পারেনি লাল-সবুজরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ।
প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছিল ১৬ রানে। যার অর্থ, শুক্রবারের (৩১ অক্টোবর ) তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি এখন আনুষ্ঠানিকতার।




 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
			 
			 
			 
			 
			
Add Comment