ভোলায় প্রান্তিক মানুষের হাতে ঋণ তুলে দিল এনআরবিসি ব্যাংক

ভোলা জেলার প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে এনআরবিসি ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোলার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ২১ জন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ, এনআরবিসি ব্যাংকের এসএমই ও কৃষি অর্থায়ন বিভাগের প্রধান শেখ আহসানুল হক, মাইক্রোক্রেডিট বিভাগের প্রধান মো. রমজান আলী ভূইয়া ও বরিশাল–খুলনা জোনের প্রধান মো. আব্দুল হালিম।

বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে এনআরবিসি ব্যাংক শুধু ভোলা জেলাতেই ১৩৭ জন গ্রাহকের মধ্যে ৩ কোটি ৯৫ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। সারাদেশে এ তহবিল থেকে ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি টাকা।

গ্রাহকেরা মাত্র ৭ শতাংশ সুদে ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন বলেন, প্রত্যেক নাগরিকের অন্তত একটি ব্যাংক হিসাব থাকা দরকার। যাতে তাঁরা সঞ্চয়ী ও উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌহিদুল আলম খান বলেন, টেকসই উন্নয়নে সমাজের পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করা ছাড়া বিকল্প নেই। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Add Comment

Click here to post a comment

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১