ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। মার্ক চ্যাপম্যানের দুর্দান্ত অর্ধশতকে ক্যারিবিয়ানদের দেয়া ১৬২ রানের টার্গেট শতাধিক বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে কিউইরা। শনিবার (২২ নভেম্বর) হ্যামিল্টনের স্যাডন পার্কে মুখোমুখি হয় দু’দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ৫৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকেই হারায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন রোস্টন চেজ। আর কেউই পেরোতে পারেনি ত্রিশ রানের কোটা। শেষ পর্যন্ত ১৬১ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। স্বাগতিকদের হয়ে ৪৩ রানের খরচায় সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন ম্যাট হেনরি।

জবাবে, ব্যাট করতে নেমে শুরুতেই ছন্দ হারায় নিউজিল্যান্ড। দলীয় ৩৩ রানেই রাচিন, ইয়ং ও কনওয়েকে হারায় কিউইরা। পরে চ্যাপম্যানের ৬৪ ও ব্রেসওয়েলের অপরাজিত ৪০ রানের সুবাদে সহজেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন ফোর্ড ও সিলস।

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০