যুব এশিয়া কাপে নেপালের বিপক্ষে দুর্দান্ত দাপট দেখালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের ইনিংস ও বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল গত দুই আসরের চ্যাম্পিয়নরা।
দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে প্রতিরোধ গড়লেও মাঝের ওভারে ছন্দ হারায় নেপাল। মোহাম্মদ সবুজের স্পেলেই মূলত ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ৩১.১ ওভারে ১৩০ রানেই থামে নেপালের ইনিংস। শেষ দিকে আশিস লুহার ও অভিষেক তিওয়ারির জুটিতে কিছুটা লড়াইয়ের ছাপ থাকলেও বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সবুজ। তিনি ৭ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এছাড়া সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম নেন ২টি করে উইকেট। টানা উইকেট হারানোয় নেপালের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেন।
সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের ব্যাটিং। তবে রিফাত বেগ ও অধিনায়ক তামিম দ্রুত ফিরে গেলে সাময়িক চাপে পড়ে দল। সেই চাপ সামলে দলের হাল ধরেন ওপেনার জাওয়াদ আবরার। আগের ম্যাচে ৯৬ রানে আউট হওয়ার আক্ষেপ এবার পূরণ করেন সাবলীল ব্যাটিংয়ে। কালাম সিদ্দিকির সঙ্গে ৯২ রানের কার্যকর জুটিতে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। কালাম করেন ৩৪ রান, আর আবরার অপরাজিত থাকেন ৭০ রানে।
এই জয়ে ‘বি’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট এখন ৪। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হারলে সেমিফাইনাল নিশ্চিত হবে তামিমের দলের।






Add Comment