স্পোর্টস ডেস্ক
আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড গড়লেন ক্যামেরন গ্রিন। বিদেশিদের মধ্যে এখন সর্বোচ্চ দামি ক্রিকেটার তিনি। রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান ব্যাটারকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার পথে গ্রিন পেছনে ফেলেছেন তার জাতীয় দরের সতীর্থ মিচেল স্টার্ককে।
২০২৪ সালের নিলামে অস্ট্রেলিয়ান পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। বলিউড বাদশা শাহরুখ খানের দল এবার গ্রিনকে সর্বোচ্চ দামে কিনে বিদেশি ক্রিকেটারের রেকর্ডটা নিজেদের কাছেই রাখল। গ্রিনের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। সেখান থেকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দফারফা হওয়ার পথে বেশ লড়াই হয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে।
মুম্বাই ইন্ডিয়ানস ভিত্তি মূল্যে ডাক দেওয়ার পরেই সরে যায় নিলাম থেকে। এরপর কলকাতা এবং রাজস্থানের মধ্যে দারুণ লড়াই হয়। তবে ১৩ কোটি ৬০ লাখ রুপি দাম ওঠার পর সরে যায় রাজস্থানও। তাতে এবারের নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দামি ক্রিকেটার বনে যান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
রাজস্থান নিজেদের গুটিয়ে নিতে গ্রিনকে দলে ভেড়াতে হাতুড়ির বিডের নিচে নাম লেখা চেন্নাই সুপার কিংস। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারাও। ২৫ কোটি ২০ লাখ রুপিতে নিয়ে নেয় কলকাতা। অন্যদিকে গত নিলামের তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার ভেঙ্কেটশ আইয়ারকে এবার দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তাকে ৭ কোটি রুপিতে দলে নিয়েছে বিরাট কোহলির দল।
গতবার ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা।
—জা.অর্থনীতি/জেআরটি






Add Comment